কথিত বন্দুকযুদ্ধে হত্যা

চুয়াডাঙ্গার সাবেক এমপি আলী আজগর টগরের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১১ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে বিল্লাল হোসেন নামের একজনকে হত্যার অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগর টগর ও সাবেক পুলিশ সুপার আব্দুর রহিমসহ ৯ জনের নামে মামলা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে বিল্লাল হোসেনের বোন শালপোনা পারভীন (৪০) বাদী হয়ে চুয়াডাঙ্গা আমলি আদালত দর্শনায় মামলাটি করেন।

আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন আলী মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডির কাছে পাঠিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক কাউন্সিলর ও দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন নফর, দর্শনা তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ এসআই মিজানুর রহমান মিজান, দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মনসুর বাবু, দর্শনা দক্ষিণ চাঁদপুরের আওয়ামী লীগ নেতা আলীহিম, দামুড়হুদা থানার সাবেক ওসি আহসান হাবিব, কনস্টেবল সাজিদুর রহমান ও এএসআই দেবাশীষ।

সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত কনে বাদীপক্ষের আইনজীবী মাসুদ পারভেজ রাসেল।

তিনি বলেন, আদালত বাদীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে পাঠিয়েছেন।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (সিআইডি) সাইফুল ইসলাম বলেন, আমাদের হাতে কোনো কাগজপত্র আদালত থেকে এখনো আসেনি। কাগজ হাতে পেলে তদন্ত কাজ শুরু করবো।

হুসাইন মালিক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।