মসজিদে নামাজ পড়তে গিয়ে ভ্যান চুরি, নতুন ভ্যান উপহার পেলেন রাজ্জাক
আসরের নামাজ পড়তে ভ্যান রেখে মসজিদে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক। মসজিদের প্রাঙ্গণেই ভ্যানটি রেখেছিলেন। পরে নামাজ শেষে এসে দেখেন, ভ্যানটি আর নেই। চুরি হয়ে গেছে।
আয়ের একমাত্র মাধ্যম ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন আব্দুর রাজ্জাক। এ অবস্থায় তার পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কওমি উলামা পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে তাকে একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান উপহার দেওয়া হয়েছে।
রোববার (১০ নভেম্বর) রাতে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে রাজুর হাতে নতুন অটোভ্যান ও চাবি হস্তান্তর করা হয়। রাজু পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের বাসিন্দা।
এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের এমসি তামিম আহমেদ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, আলফাডাঙ্গা কওমি উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম ও সহ-সভাপতি মাওলানা আমিনুল্লাহ।
আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের এমসি তামিম আহমেদ জানান, গত ২০ অক্টোবর আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ পড়তে গিয়ে রাজুর ভ্যানটি চুরি হয়ে যায়। পরিবারের আয়ের একমাত্র উৎস ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন তিনি। পরবর্তী সমেয় তাকে নতুন একটি অটোভ্যান উপহার দেওয়ার উদ্যোগ নেয় আলফাডাঙ্গা উপজেলা কওমি উলামা পরিষদ। সবার সম্মিলিত সহযোগিতায় রাজুর জন্য একটি নতুন অটোভ্যান উপহার দেওয়া হয়েছে।
এন কে বি নয়ন/এসআর/এমএস