শিবির সন্দেহে নির্যাতন

হত্যাচেষ্টা মামলায় যবিপ্রবির কর্মকর্তা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১০ নভেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন প্রশাসন-১ এ কর্মরত ও তৎকালীন ঢাবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

রোববার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করে ঢাকার শাহাবাগ থানার পুলিশ। এতে সহযোগিতা করে যশোরের পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারের পর যবিপ্রবির ওই কর্মকর্তাকে পুলিশ ঢাকায় নিয়ে গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত ১১টায় ঢাবি ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে তৎকালীন মুহসীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী সন্দেহে পাঁচ শিক্ষার্থীর ওপর রাতভর নির্যাতন চালান। একপর্যায়ে তাদের পুলিশের হাতে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানায় মামলা করা হয়।

মামলার তিন নম্বর আসামি সাইফুর রহমানকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত পত্র দেয় ডিএমপির শাহবাগ থানা পুলিশ। পরে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাইফুর রহমানকে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন। এরপর ‘একতা অ্যাম্বুলেন্স’ নামের একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও সাইফুর রহমানের নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।