সাভারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০১:২০ পিএম, ১০ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের ডাকা সমাবেশকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রবেশমুখ সাভারের কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এসময় সেনাবাহিনী ও বিজিবির সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে।

শনিবার (৯ নভেম্বর) গভীর রাত থেকে ঢাকা আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চলে এ তল্লাশি।

সাভার, পুলিশ, চেকপোস্ট, তল্লাশি, নিরাপত্তাসাভারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

পুলিশ জানায়, রাজধানীতে আওয়ামী লীগের ডাকা সমাবেশকে ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে, সেটি মাথায় রেখেই কাজ চালছে। সাভারের বাইপাইল, আমিনবাজার, নবীনগর ও আশুলিয়া এলাকায় বসানো হয়েছে পুলিশের এ চেকপোস্ট। তবে এখনও পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাহফুজুর রহমান নিপু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।