টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ১৯ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৯ নভেম্বর ২০২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৯ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী বাজারে এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার। এসময় ভোক্তা অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামিম হাসান জানান, বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ৯ ব্যবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জনগণ যাতে সরকার নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করতে পারে সে কারণে নিয়মিত বাজার মনিটরিংয়ের কাজ অব্যাহত থাকবে।

আশিক জামান অভি/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।