‘শেখ হাসিনা বুদ্ধিমান বলেই পালিয়ে গেছেন’
শেখ হাসিনা বুদ্ধিমান বলেই পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার (৯ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরে কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে জামায়াত সেক্রেটারি বলেন, আপনি ছিলেন উন্নয়নের রোল মডেল। আন্দোলনে জাতির সামনে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করতেন। কিন্তু তা না করে পালিয়ে গেলেন। আপনার (শেখ হাসিনা) অনুপস্থিতিতেই গণভবনে যা হয়েছে, নিশ্চয় যেখানেই থাকেন, সেটা দেখেছেন। আপনি থাকলে কি হতো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনি অবশ্য পালিয়ে না গেলে টের পাইতেন, জাতি আপনাকে কেমন পছন্দ করে। তবে তিনি (শেখ হাসিনা) বুদ্ধিমান বলেই পালিয়ে গেছেন। কারণ তিনি এবং তার যারা অনুসারী তারা আগেই বুঝতে পেরেছিলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় জামায়াতকে নিষিদ্ধ, জুলুম ও নির্যাতন চালিয়ে এক মুহূর্তের জন্য আন্দোলন বন্ধ করা যায় নাই। জামায়াত নিঃশেষ না হয়ে আরও কয়েকগুণ বেশি শক্তিশালী হয়েছে। ওরা আসলে জানে না, খুন করে, ফাঁসি দিয়ে, পা কেটে নিয়ে ও চোখ ওপরে ফেলে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা বন্ধ করা যায় না।
সিরাজগঞ্জ শহর শাখা জামায়াতের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম এবং দলটির বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
এম এ মালেক/জেডএইচ/জিকেএস