নির্বাচন কমিশন সংস্কারে ৩ মাসের বেশি লাগার কথা নয়: এ্যানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৯ নভেম্বর ২০২৪

নির্বাচন কমিশন সংস্কারে তিন মাসের বেশি সময় লাগার কথা নয় বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (৯ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান, বাইরের দেশে বসে ভিডিও বার্তা দিচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই অপশক্তি যদি ছোবল মারে, থাবা মারে, তাহলে গণতন্ত্রের ভিত নষ্ট হয়ে যেতে পারে। আপনারা নির্বাচন কমিশন সংস্কারের কাজ হাতে নিয়েছেন। সংস্কার কাজে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এই তিন মাসের বেশি লাগার কথা নয়। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।

তিনি আরও বলেন, জনগণের চেতনা ও সেন্টিমেন্টকে ধারণ করতে হবে। কারণ জনগণ মনে করছে এখনই দেশে একটা নির্বাচন প্রয়োজন। যদি খুব অল্প সময়ের মধ্যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হয়, তাহলে ওই ষড়যন্ত্র যে কোনো সময় আমাদের ওপর আবার আঘাত হানতে পারে। তাহলে দেশের মানুষের আরেকটি বড় বিপদ কঠিন বিপদ হয়ে যেতে পারে।

সভায় আরও বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক রশিদুল হাসান লিঙ্কন প্রমুখ।

কাজল কায়েস/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।