গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি: জয়নুল আবেদীন
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেছেন, গোপালগঞ্জ হবে বিএনপির রাজনীতির উর্বর ভূমি।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের জনগণকে ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করে এ কথা প্রমাণ করতে হবে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে মুকসুদপুরে গোপালগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবেদীন।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলটির নেতা জয়নুল আবেদীন।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, আমাদের সেই বিজয়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেই।
জয়নুল আবেদীন বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তিনি কাজ করেছেন বলেই এই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে ।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটু মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মেজর (অব.) ওহিদুল আলম প্রমুখ।
আশিক জামান অভি/এসআর/জিকেএস