‘ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৯ নভেম্বর ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশ ‘রাহুমুক্ত’ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। শনিবার (৯ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কর্মী ও সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আহসান উল্লাহ বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদ থেকে জনতার মুক্তি মিলেছে। গায়ের জোরে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না। আজ তারাই পালিয়ে গেছে, যারা জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল।

তিনি আরও বলেন, ১৬ বছর আমাদের কথা বলতে দেয়নি। জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতে নেতাদের হত্যা করা হয়েছে। বজলুল হুদাকে নিজের হাতে জবাই করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ও তাদের দোসররা বছরের পর বছর ধরে মানবতাবিরোধী অপরাধ করেছে। এ অপরাধের জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করতে হবে।

সমাবেশে মাটিরাঙ্গা উপজেলার নায়েবে আমির শেখ আহাম্মদ, খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু আহাম্মদ, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম মনির ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা কর্মীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের সভাপতি মো. শামছুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান ও খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ।

মুজিবুর রহমান ভুইয়া/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।