আলোকচিত্রে ‘গাইবান্ধার জুলাই আন্দোলন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৯ নভেম্বর ২০২৪

‘আলোকচিত্রে গাইবান্ধার জুলাই আন্দোলন’ শীর্ষক দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে ‘দীপান্তর ২৪’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহানাজ আমিন মুন্নী।

প্রদর্শনীতে জুলাই আন্দোলনের সময় গাইবান্ধায় সংঘটিত আন্দোলনের বিভিন্ন ঘটনার চিত্র দেখানো হয়। আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার চিত্রও।

গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘গাইবান্ধায় জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা ঘটনাপ্রবাহ ফুটে উঠেছে আলোকচিত্রে। এসব চিত্র ইতিহাস হয়ে থাকবে। এমন আয়োজন নিশ্চয়ই প্রশংসনীয়।’

‘দীপান্তর ২৪’ সংগঠনের সভাপতি এস এম মনিরুজ্জামান সবুজ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে আমরা ‘দীপান্তর ২৪’ সংগঠনের যাত্রা শুরু করি। এরই ধারবাহিকতায় আজকের এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। আমরা অনেক সাড়া পাচ্ছি।’

আলোকচিত্রে ‘গাইবান্ধার জুলাই আন্দোলন’

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পরই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

এসময় বক্তারা সারাদেশে জুলাই আন্দোলনে শহীদদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং গঠিত ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

‘দীপান্তর ২৪’ সংগঠনের সভাপতি এস এম মনিরুজ্জামান সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সংস্কৃতিকর্মী শাহানাজ আমিন মুন্নী, শিক্ষক রুকুনুজ্জামান ফারুক, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠনটির সহ-সভাপতি কাজল রেখা পিংকি, সাংগঠনিক সম্পাদক ইউনুস সরকার রনি, শিক্ষার্থী রিয়াদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা দ্রোহের কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।

এ এইচ শামীম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।