সীতাকুণ্ডে পলাতক ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর আকবর শাহ্ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। তিনি সরকার পতনের পর থেকে পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নগরীর আকবরশাহ থানা এলাকায় একটি ভাড়া বাসায় তিনি অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
এম মাঈন উদ্দিন/এমডিআইএস/এফএ/এএসএম