কক্সবাজারে পর্যটকদের জিম্মি ও ছিনতাইয়ের প্রস্তুতি, গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৮ নভেম্বর ২০২৪

কক্সবাজার হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরের দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় দেশীয় অস্ত্র।

গ্রেফতাররা পর্যটকদের টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

গ্রেফতাররা হলেন- মো. আইয়ুব (৩৪), তোফাজ্জল হোসেন নয়ন (২৪), শফিউল করিম (২৮), হৃদয় নিশান ওরফে মানিক (২০), মাহমুদ ইমাম শরীফ (১৮) ও রিয়াজ উদ্দিন (১৮)।

কক্সবাজারে পর্যটকদের জিম্মি ও ছিনতাইয়ের প্রস্তুতি, গ্রেফতার ৬

র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা কামরুজ্জামান বলেন, পর্যটন মৌসুম চলায় সারা দেশের ভ্রমণ পিপাসুরা কক্সবাজার আসছেন। এ সুযোগে সুগন্ধা পয়েন্টের ঝাউবনে একটি ছিনতাইকারী চক্র পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বলে তথ্য পায় র‌্যাব।

এই তথ্যের ভিত্তিতে, র‌্যাবের একটি দল সুগন্ধা পয়েন্টের ঝাউবন এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা এবং অন্যান্য দামি জিনিসপত্র ছিনতাই করে নিতো বলে জানান গ্রেফতাররা। এছাড়া বিভিন্ন সময় পর্যটকদের আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করতো।

কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহারসহ গ্রেফতারদের সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের মিডিয়া কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।