পটুয়াখালীতে ভিপি নূরকে ছাড় দিতে নারাজ তৃণমূল বিএনপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:২৭ এএম, ০৮ নভেম্বর ২০২৪

হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রথমবারের মতো বড় ধরনের জমায়েত করে নিজেদের অবস্থার জানান দিয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গলাচিপা হাই স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

তবে পুরো সমাবেশ জুড়েই তৃণমূল বিএনপি নেতাদের মুখে ছিলো একই কথা ‘বিএনপির বাইরে কাউকে তারা এ আসন থেকে প্রার্থী হিসেবে মেনে নেবেন না।’

উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন বলেন, ‘হঠাৎ এক চিঠির কারণে গলাচিপা দশমিনার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে বিএনপির দপ্তর সম্পাদক এ চিঠির ব্যাখ্যা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে জোটের নেতারা বৈঠক করেছেন। তারা বলেছেন তারা কোথাও জনসভা, জনসংযোগ করতে পারছে না। আওয়ামী লীগের মতো বিএনপির নেতাকর্মীরাও নাকি তাদের উপর হামলা করছে। আপনাদের বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ তুলে যারা জাতীয়তাবাদী দলকে ছোট করেছে এবং যারা তারেক রহমানের বিরুদ্ধে গলাচিপা দশমিনাকে দাঁড় করিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন, বিশেষ করে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পটুয়াখালীতে ভিপি নূরকে ছাড় দিতে নারাজ তৃণমূল বিএনপি

এর আগে গত ২৯ অক্টোবর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য আনোয়ারা শাহজাহান, জেলা ছাত্রদলের আহবায়ক মো. শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন হাওলাদার। সেচ্ছাসেবক দলের সভাপতি স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনসহ জেলার এবং বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

আব্দুস সালাম আরিফ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।