দুই বছর পর চালু বেনাপোল পৌর বাস টার্মিনাল, যানজট কমার আশা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৭ নভেম্বর ২০২৪

উদ্বোধনের প্রায় দুই বছর পর চালু হলো বেনাপোল পৌর বাস টার্মিনাল। এতে স্বস্তি ফিরেছে বেনাপোলবাসীর মনে। যাত্রীদের নিরাপত্তার জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশ ও পৌর কর্তৃপক্ষের নিজস্ব জনবল বাড়ানো হয়েছে।

যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাসগুলোকে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে হবে। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বুধবার এমন একটি নির্দেশনা দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর থেকে বাসগুলো টার্মিনালে আসতে শুরু করে।

যানজট নিরসনের লক্ষে ২০১৭ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করে সরকার। কিন্তু বিভিন্ন পরিবহন ব্যবসায়ীরা চক্রান্ত করে এই টার্মিনাল ব্যবহার করতেন না। ফলে বেনাপোলে যানজট লেগেই থাকতো। সবশেষ দীর্ঘ দুই বছর পর বৃহস্পতিবার থেকে বেনাপোল পৌর বাস টার্মিনালটি চালো হলো।

বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৭-৮ হাজার যাত্রী এই পথে পারাপার হন। তাদের যাতায়াতের জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক বাস বেনাপোলে আসা-যাওয়া করে।

দূরপাল্লার এই বাসগুলো যাত্রী নিয়ে সরাসরি বেনাপোল চেকপোস্ট চলে যেত। এসময় চালকরা এই বাসগুলো চেকপোস্ট থেকে বাজার পর্যন্ত ঢাকা-কলকাতা মহাসড়কের দু‘ধারে তিন থেকে চার লাইনে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠা-নামার কাজ করত।

অপরদিকে স্থলবন্দরে রপ্তানি পণ্য নিয়ে আসা ট্রাক, বন্দর থেকে আমদানি পণ্য নিতে আসা খালি ট্রাক ও পণ্য বোঝাই ট্রাকগুলোও মহাসড়কের দু‘পাশে দাঁড় করিয়ে রাখা হয়। ফলে দেখা দিত তীব্র যানজট।

বাস টার্মিনাল চালু করায় সাধুবাদ জানিয়ে বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, যানজট বেনাপোলবাসীর নিত্যদিনের সঙ্গী ছিল। কোনোভাবেই যানজট মুক্ত হচ্ছিল না। যানজটের কারণে সকালে পণ্য বোঝাই ট্রাকগুলো লোড হলেও বেনাপোল বন্দর ছাড়তে ছাড়তে রাত হয়ে যেত। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন ব্যবসায়ীরা। নতুন এই উদ্যোগ নেওয়ায় বেনাপোলে কিছুটা হলেও যানজট মুক্ত হবে বলে মনে করি।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন, যানজট নিরসনে গঠিত কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাস ও মিনিবাসকে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, টার্মিনাল অতিক্রম করে কোনো বাস বেনাপোল পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না (আন্তঃদেশীয় ৩টি বাস ছাড়া)। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. জামাল হোসেন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।