মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুপার সস্ত্রীক কারাগারে


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৯ মে ২০১৬

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুপারিন্টেন্ডেন্ট মকবুল হোসেন ও তার স্ত্রী সালেহা বেগম দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার হয়েছেন। সোমবার সকালে শহরের বারান্দিপাড়ার বাসা থেকে তাদের আটক করেছে দুদক।

আটক মকবুল হোসেন জেলার মণিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকার খালিয়া গ্রামের মরহুম রজব আলী মোড়লের ছেলে। বর্তমানে ১৭৯/এ পশ্চিম বারিন্দাপাড়ায় বসবাস করেন।
 
তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা জানান, আটকদের অর্জিত সম্পদ বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ না। তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর কোতয়ালি থানায় মামলা করেন। যার নং ৪। এই মামলার তদন্ত শেষে তিনি ২০১৫ সালের ১০ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এতে বলা বলা হয়, আটকরা পরস্পর যোগসাজসে দাখিলকৃত সম্পদ বিরণীতে সর্বমোট ১৭ লাখ ৯৮ হাজার ৫২০ টাকা ৩১ পয়সার স্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন।

সোমবার সকালে তাদেরকে যশোর শহরের বারান্দীপাড়ার বাসা থেকে র্যাবের সহযোগিতায় আটক করা হয়। দুপুরে তাদের আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মৃত্যুঞ্জয় মিস্ত্রি তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

মিলন রহমান/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।