কুষ্টিয়ায় ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৭ নভেম্বর ২০২৪
ছিনতাইয়ের অভিযোগে রাকিবুল ইসলাম রাখিকে গ্রেফতার করে র‌্যাব

কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় রাকিবুল ইসলাম রাখি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা।

গ্রেফতার রাকিবুল ইসলাম রাখি দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের হাফিজুল সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে ২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুরের মানিকদিয়াড় এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে। ওই ব্যাগে পাঁচ লাখ টাকা ছিল। এছাড়া সোনার একটি চেইন ও মোবাইল ছিনতাই করে তারা পালিয়ে যায়। এ ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে ভুক্তভোগী ওই ব্যবসায়ী ৫ নভেম্বর দৌলতপুর থানায় মামলা করেন।

র‌্যাব জানায়, ২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ মডেল মসজিদ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ৫ লাখ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেলে বাড়ি রওনা হন নুরুল ইসলাম। বাড়ি পৌঁছানো মাত্রই দুটি মোটরসাইকেল যোগে ছয়জন হেলমেট পরা সশস্ত্র ছিনতাইকারীর মধ্যে তিনজন বাড়ির ভেতর প্রবেশ করে এবং তিনজন বাইরে দাঁড়িয়ে থাকে।

এসময় বাড়ির ভেতর থাকা তিনজন নুরুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগ দিতে না চাইলে পিস্তল ঠেকিয়ে ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের সঙ্গে নুরুল ইসলামের টানা হেঁচড়া ও চিৎকার শুনে তার ছোট মেয়ে ও স্ত্রী ছুটে এলে স্ত্রীর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

আল-মামুন সাগর/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।