গুইমারা রিজিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৭ নভেম্বর ২০২৪

বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা সেনা রিজিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে গুইমারা রিজিয়ন সদরদপ্তরে শহীদ লেফটেন্যান্ট মুশফিক হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুরের দিকে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলামের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। দিবসটি উপলক্ষে পুরো রিজিয়ন সদরদপ্তরে ছিল সাজ সাজ রব।

পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

গুইমারা রিজিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণিল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর।

আরও ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, লক্ষীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, রামগড় জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন, সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ ও গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

মুজিবুর রহমান ভুইয়া/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।