শিক্ষার্থীদের ওপর হামলা

জামিন পেলেন সাবেক এমপি মহিবুর রহমান মানিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৭ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সাবেক এমপি মহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নির্জন মিত্র তার জামিন মঞ্জুর করেন।

জামিন মঞ্জুরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদ।

তিনি বলেন, বয়স ও অসুস্থতা বিবেচনায় সাবেক এমপি মহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে বেশিরভাগ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই গত ২ সেপ্টেম্বর মামলা করেন। পরে ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মহিবুর রহমান মানিককে গ্রেফতার করে র্যাব।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।