ফেরিতে অতিরিক্ত টাকায় নেওয়ায় ৩ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৭ নভেম্বর ২০২৪

রাজবাড়ী দৌলতদিয়ায় যৌথবাহিনীর অভিযানে ফেরি পারাপারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা নেওয়ার অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয় হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোয়ালন্দের নুরু মন্ডল পাড়ার মো. শহীদ প্রামানিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক (৩১), কিয়ামদ্দি মেম্বর পাড়ার মো. তারক আলী খাঁর ছেলে মো. এলাহী খাঁ (৩২) ও শাহদত মেম্বর পাড়ার দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭)।

জানাগেছে, রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় সহকারী কমিশনার নাহিদ আহমেদ ও রাজবাড়ী সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমানের নেতৃত্বে ৬ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ ফেরিঘাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফেরি পারাপারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে তারা দোষ স্বীকার করলে ভোক্তা- প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তারা প্রতি গাড়ি থেকে একশ থেকে দুইশ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বলে জানায়।

অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন সানজিদ আহমেদসহ সেনা সদস্য, গোয়ালন্দ থানা পুলিশ, বিআইডব্লিউটিএর সদস্যরা উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।