লক্ষ্মীপুরে ২১ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন
লক্ষ্মীপুরে ২১ দফা দাবিতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা চিকিৎসকরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন. এসডিএমএসর জেলা কমিটির আহ্বায়ক শেখ মজিবুর রহমান, সদস্যসচিব এহতেশামুল গণি ফাহাদ, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান ভূঁইয়া, সদস্যসচিব হরিপদ মজুমদার টুটুল, মুহাম্মদ ইকবাল হোসাইন, জাকিরের রহমান রাসেল ও কামালুর রহিম সমর।
বক্তারা বলেন, ২০১০ সালের পূর্বে ডিপ্লোমা চিকিৎসকদের নামে আগে ডাক্তার ব্যবহারের ন্যায্য অধিকার সংরক্ষণের আইন চাই। ৮৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রদানে সুপ্রিম কোর্টে চলমান মামলায় নামের আগে ডাক্তার ব্যবহারের অধিকার চাই। বিএম ও ডিসি অ্যাক্ট ২০১০ স্বৈরশাসকের কালো আইন বাতিল করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের নামে সবধরনের হয়রানি বন্ধ করতে হবে। অধিদপ্তরের বিভাগীয় সকল কমিটিতে ডিপ্লোমা চিকিৎসকদের প্রতিনিধি নিশ্চিত করতে হবে। এছাড়াও নিয়োগ ও পদোন্নতির দাবি জানান তারা।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম