ডিবি পুলিশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিয়ে গেলো ফ্রিজের মাংসও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৬ নভেম্বর ২০২৪

ফরিদপুরের বোয়ালমারীতে ডিবি পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের দরিসহস্রাইল গ্রামের বাসিন্দা নাসিরুদ্দিন বকুলের (৩৮) বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা ডিবিতে কর্মরত।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৮-১০ জনের ডাকাতদল। পরে নাসিরুদ্দিন বকুলের মা কামরুন্নেছারের (৬৫) মাথায় পিস্তল ও তার বড় বোন মুন্নি খানমকে (৪০) ছুরি ঠেকিয়ে জিম্মি করে তারা ডাকাতি করেন। নগদ দুই লাখ ১০ হাজার টাকা ও ৮-১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতদল।

ডিবি পুলিশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নিয়ে গেলো ফ্রিজের মাংসও

নাসিরুদ্দিন বকুলের মা কামরুন্নেছা জাগো নিউজকে বলেন, ‘খাবার খেয়ে রাতে আমি ও আমার মেয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ৮-১০ জন ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে। তাদের সবার হাতে অস্ত্র ছিল। পরে আমার গলায় থাকা সোনার চেইন ও কানের দুল খুলে নেয়। ঘর তছনছ করে স্বর্ণালংকার, টাকা ও রেশনের ১০ কেজি তেল, চিনি, আটা, ফ্রিজ থেকে ১০ কেজি মাংস নিয়ে যায় ডাকাত দল।’

বকুলের বোন মুন্নি খানম জাগো নিউজকে বলেন, ‘আমার এক ভাই ডিবি পুলিশের এসআই। আরেক ভাই বিমান বাহিনীতে চাকরি করেন। বাড়িতে আমি ও আমার মা থাকি। ডাকাতদল মায়ের ক্যানসার চিকিৎসার দুই লাখ ১০ হাজার টাকা, আমার সাড়ে তিন ভরি ওজনের সিতাহার, তিন ভরি ওজনের সোনার চুড়ি, ৫ জোড়া সোনার দুল ও তিনটি চেইন নিয়ে গেছে। তারা ১০ জনের মতো ছিল।’

বোয়ালনারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এটা ডাকাতি নয়, চুরির ঘটনা। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জাগো নিউজকে বলেন, আমি একটু বাইরে আছি। পরিদর্শক (তদন্ত) বিস্তারিত বলতে পারবেন।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।