সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৬ নভেম্বর ২০২৪

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার ছোঁড়া ছররা গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবক জমির আহমদ (২৫) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছোঁড়া ছোররা গুলিতে আহত হন জমির আহমদ। পরে স্থানীয়রা তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, টিম জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তত করেছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।

আহমেদ জামিল/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।