সিরাজগঞ্জে সড়কে চাঁদাবাজি, সাতজনের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:২১ এএম, ০৬ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জের কাজীপুরে সড়কে যানবাহন থেকে চাঁদা নেওয়ায় সাতজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের আলমপুর চৌরাস্তায় অভিযান চালিয়ে তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা ১১ হাজার ১৬৩ টাকা, আটটি মোবাইল ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- একই উপজেলার আলমপুর গ্রামের হৃদয় বাবু, শাওন হাসান, হৃদয় হাসান, সোহেল রানা, বেলাল সেখ, সজীব সেখ ও রুবেল হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার জানান, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে সড়কে চলাচল করা থ্রি-হুইলারসহ সব যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতো। এমন গোপন সংবাদে কাজীপুর আর্মি ক্যাম্পের (ভারপ্রাপ্ত) ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।

এ আটকের পর তাদের প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে জব্দ নগদ টাকা এতিমখানায় বিতরণ এবং চাঁদা আদায়ের রশিদ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এম এ মালেক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।