রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৫ নভেম্বর ২০২৪

আন্দোলনের মুখে অবশেষে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য বিভাগে নিযুক্ত করা হয়েছে রংপুর মেডিকেল কলেজের সদ্য পদোন্নতি পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক (শিশু) ডা. শরিফুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়, ১০ অক্টোবরের মধ্যে বদলি কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ পদে পদোন্নতি দেওয়া হয়। এর পরদিন থেকে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসজুড়ে আন্দোলন শুরু হয়। তাকে ‘স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর’ উল্লেখ করে অব্যাহতির দাবিতে আন্দোলনে নামেন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা। গত সাত দিন ধরে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

জিতু কবীর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।