পঞ্চগড়ে যুবদলের কর্মিসভায় ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৫ নভেম্বর ২০২৪

পঞ্চগড়ের বোদায় যুবদলের কর্মিসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) দিনগত রাতে উপজেলার মানিকপীর বেংহারী ফাজিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।

রাতেই বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় ৮৪ জনের নামসহ অজ্ঞাত আরও ২০০-২৫০ জনের নাম রয়েছে। পরে পুলিশ বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল হাসান হিরু (৪০) ও বোদা পৌর আওয়ামী লীগের সদস্য জুয়েল ইসলামকে গ্রেফতার করে।

পঞ্চগড়ে যুবদলের কর্মিসভায় ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ২

পুলিশ জানায়, মাদরাসা মাঠে ইউনিয়ন যুবদলের কর্মিসভা চলছিল। রাতে কে বা কারা কর্মিসভা লক্ষ্য করে পর পর তিনটা ককটেল নিক্ষেপ করে। এসময় বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও মামলা বাদী সোহাগ হোসেন (২০), ইউনিয়ন যুবদলকর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫) আহত হন। পরে তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পঞ্চগড়ে যুবদলের কর্মিসভায় ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ২

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সফিকুল আলম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।