কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৫ নভেম্বর ২০২৪

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মিজানুর রহমান মিজান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে। নিহত মিজান মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত মিজান রেললাইন দিয়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। এসময় তার দুই কানে হেডফোন লাগানো ছিল। তখন ওই লাইনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

মুলাডুলি রেলগেট কিপার কামরুল ইসলাম জানান, রেললাইন দিয়ে হাটার সময় তার দুই কানে মোবাইলের হেডফোন লাগানো ছিল বলে জানতে পেরেছি। দুর্ঘটনাস্থলটি তার বাড়ির খুব কাছে হওয়াতে পরিবারের লোকজন তাৎক্ষণিক তার লাশ বাড়ি নিয়ে যায়। এ বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই বলে জানায়।

নিহত মিজানুর রহমান মিজানের বন্ধু হাবিব জানান, মিজানের ইতালি যাওয়ার প্রস্তুতি চলছিল। এভাবে সে চলে যাবে আমরা ভাবতেও পারিনি।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ইনচার্জ জিয়াউর রহমান জানান, মুলাডুলি স্থানটি আমাদের সিরাজগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন। যার কারণে ঘটনাটি আমাদের জানা নেই। তবে বিষয়টি আমরা সিরাজগঞ্জ রেল থানাকে অবহিত করবো।

শেখ মহসীন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।