ফেসবুকে তরুণীর সঙ্গে প্রেম, সাক্ষাতের পর স্মার্টফোন নিয়ে উধাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৪ নভেম্বর ২০২৪

নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে এক তরুণীর সঙ্গে ফেসবুকে সম্পর্ক গড়েন আকাশ রহমান (২৫) নামের এক যুবক। পরে সরাসরি সাক্ষাৎ করতে গিয়ে কথা বলার বাহানায় ওই তরুণীর স্মার্টফোন নিয়ে উধাও হয়ে যান তিনি। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

এমনই ঘটনা ঘটেছে নেত্রকোনায়। সোমবার (৪ নভেম্বর) সকালে জেলা শহরের সাতপাই থেকে আকাশকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার আকাশ রহমান জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জের মানিকধীর গ্রামের আব্দুল আলিমের ছেলে। ভুক্তভোগী তরুণীর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা কর্মকর্তা পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন আকাশ। দীর্ঘদিন কথা বলার গত ২৭ অক্টোবর জেলা সদরের নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে একটি রেস্তোরাঁয় তারা সাক্ষাৎ করেন। একপর্যায়ে নিজের মোবাইলে টাকা শেষ হয়ে গেছে বলে ওই তরুণীর স্মার্টফোন চেয়ে নেন আকাশ। পরে নানা বাহানায় স্মার্টফোন নিয়ে উধাও হয়ে যান।

বিষয়টি পরিবারকে জানালে তরুণীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় রোববার (৩ নভেম্বর) একটি মামলা করেন। মামলার পরপরই অভিযুক্তকে ধরতে অভিযানে নামে পুলিশ। আজ সকালে শহরের সাতপাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় প্রতারণা করে নিয়ে যাওয়া স্মার্টফোনটি উদ্ধার করা হয়।

এইচ এম কামাল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।