নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৪ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিল্লাল হোসেন নামের এক এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে প্রাইভেটকারে তুলে নিয়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিল্লাল হোসেনের বাড়ি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে। তিনি আড়াহাজার সদরে ইসলামী ব্যাংকে টাকা নিয়ে তার এলাকায় যাচ্ছিলেন।

বিল্লাল হোসেন বলেন, ‘আমি কালাপাহাড়িয়া ইউনিয়নের ইসলামী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং পরিচালনা করে আসছি। আজ ব্যাংক থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ইজারকান্দি ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) যাওয়ার জন্য অটোরিকশায় উঠি। রিকশাটি আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটার আমার গতিরোধ করে। পরে প্রাইভেটকার থেকে ৪-৫ জন দ্রুত নেমে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেয়। তারা জোর করে আমাকে প্রাইভেটকারে তুলে নেয়। পরে রূপগঞ্জের গাউছিয়ায় টাকা ছিনিয়ে নিয়ে নামিয়ে দেয়।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি টাকা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।