ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৪ নভেম্বর ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুপচান দাস (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রুপচান দাস উপজেলার বড় ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি।

ছোট ভাই রুপক দাস জানান, কালীগঞ্জ শহরের দারুস শেফা প্রাইভেট হাসপাতালে নিয়ে তার ভাইকে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। পরে শারীরিক অবস্থা খারাপ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, ভর্তির সময় রোগীর শরীরের তাপমাত্রা ছিল ১০৪ ডিগ্রি। আমরা পরীক্ষা-নিরীক্ষার সময় পাইনি। তার আগেই তিনি মারা যায়। যে কারণে ডেঙ্গু আক্রান্ত কিনা বলতে পারবো না।

ডেঙ্গুতে মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, আজ থেকে উপজেলা ও পৌর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে সচেতনা কর্মসূচি শুরু হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।