মেঘনা উপকূলে ৬০০ চারা রোপণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৪ নভেম্বর ২০২৪

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে মেঘনা নদীর উপকূলীয় এলাকায় ৬০০ ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে এ চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, রামগতি ও কমলনগরের ১১টি স্থানে ৬০০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এরমধ্যে নারিকেল গাছ রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ কর্মসূচির উদ্বোধন করে ব্যাংকটির নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাইনুল ইসলাম।

তিনি বলেন, বনায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতা। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসসহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় বনায়নের গুরুত্ব অপরিসীম।

কাজল কায়েস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।