খুলনায় গভীর রাতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ১০:০৪ এএম, ০৩ নভেম্বর ২০২৪

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেম সড়কের কুবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম রাসেল ওরফে পঙ্গু রাসেল। তিনি শেরে এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

আহতরা হলেন- খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. সজিব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার মো. হান্নান শেখের ছেলে মো. ইয়াছিন।

ওসি বলেন, হত্যাকারীদের গ্রেফতার এবং কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ওসি শফিকুল আলম আরও বলেন, রাত আড়াইটার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে নিহত যুবকসহ আরও কয়েকজন সোনাডাঙ্গা থানাধীন ৪নং কাশেম সড়কে কুবা মসজিদের কাছে পৌঁছায়। এ সময় তাদের নিজেদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে তাক করে বুকে ২টি গুলি করে। তার সঙ্গে থাকা ইয়াছিন ও সজিবকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন।

মাদক করাবার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে। মরদেহ মর্গে রয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি বলেও জানান ওসি।

আলমগীর হান্নান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।