পেঁয়াজের দামবৃদ্ধির কারণ জানতে সোনামসজিদে ভোক্তার ডিজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৩ নভেম্বর ২০২৪

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, ভোক্তারা পেঁয়াজ কেনার ক্ষেত্রে একটু সমস্যায় আছেন। কারণ বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এতে পেঁয়াজ কিনতে অসুবিধা হচ্ছে ভোক্তাদের। তাই পরিস্থিতিতে দেখতে স্থলবন্দরে এসেছি, কী কারণে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম মানুষের চাহিদার মধ্যে আনতে পারছেন না।

শনিবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

ভোক্তার ডিজি আরও বলেন, আমি আগেই শুনেছিলাম স্থলবন্দরে আসতে কিছু পণ্য রাস্তায় নষ্ট হয়ে যায়। যেগুলো আর ব্যবহার করা যায় না। এজন্য সব মিলিয়ে ব্যবসায়ীদের খরচ বেড়ে যায়। এতে বাজারে দাম বড়তে থাকে। এটি আমাদের ভোক্তাদের ওপর প্রভাব পড়ে। এ নিয়ে আমরা কথা বলবো। পেঁয়াজের দাম ভোক্তাদের অনুকূলে আনতে অন্য আর কোনো উন্নত ব্যবস্থা নেওয়া যায় কি না এটা দেখার উদ্দেশ্যেই এখানে আসা।

তিনি বলেন, পেঁয়াজ উৎপাদন করে ভোক্তাদের চাহিদা মেটানো যায় কি না এ বিষয়ে কৃষি বিভাগের সঙ্গে কথা বলবো। এছাড়া আমদানি করা যে পেঁয়াজগুলো রাস্তায় ট্রাকেই নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, পরবর্তীতে কিভাবে পেঁয়াজ আমদানি করলে ব্যবহারের অনুপযোগী হবে না তা নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফতাবুজ্জামান-আল-ইমরান, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. শাহবুদ্দীনসহ অন্যরা।

সোহান মাহমুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।