ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০২ নভেম্বর ২০২৪
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল লতিফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আব্দুল লতিফ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেওখলা এলাকার সাহেব মিয়ার ছেলে।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার আব্দুল লতিফ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গু ছাড়াও আব্দুল লতিফের রক্তে ইনফেকশন, ফুসফুসের সংক্রামণ (নিউমোনিয়া) রোগে ভুগছিলেন।

ডা. মহিউদ্দিন খান বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ৩৮ জন। এরমধ্যে পুরুষ ২৮ জন, নারী আট জন ও শিশু দুজন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন এবং বাড়ি ফিরেছেন ১৭ জন।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।