যাত্রীর স্বজনদের হামলায় স্টেশন মাস্টার আহত, ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:১৩ পিএম, ০২ নভেম্বর ২০২৪

কিশোরগঞ্জে যাত্রীর স্বজনদের হামলায় রেল স্টেশন মাস্টার আহত হয়েছেন। এত ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ভৈরব স্টেশনে পৌঁছালে কিশোরগঞ্জ স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে ওঠেন। কিন্তু ওই কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনার টিকিট কেটে উঠছেন কিনা। এছাড়াও টিকিট দেখাতে বলেন। ফলে পরের স্টেশন কুলিয়ারচর থেকে স্টেশন মাস্টার তার স্ত্রী টিকিট কেটে আনেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ট্রেনটি কিশোরগঞ্জে থামতেই ওই যাত্রীর স্বজন স্টেশন মাস্টার খলিলুর রহমানের উপর হামলা করে। তাকে গুরুতর অবস্থায়র্ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

ঘটনার জেরে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা প্রতিটি রুমে তালা লাগিয়ে চলে যায়। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া এগারসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ রয়েছে।

এসকে রাসেলি/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।