মানববন্ধনে এসে ক্ষমা চাইলেন চিহ্নিত মাদক কারবারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০২ নভেম্বর ২০২৪

চাঁদপুরের শাহরাস্তির পৌর এলাকায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হয়ে অপরাধের এ পথ থেকে ফিরতে এলাকাবাসীর সহায়তা ও ক্ষমা চাইলেন খোরশেদ নামে চিহ্নিত এক মাদক কারবারি।

শুক্রবার (১ নভেম্বর) রাত ৮টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার শীর্ষ মাদক কারবারি খোরশেদ আলম ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে ২৮টি মাদক মামলা হয়েছে। জামিনে এসেই তারা আবার মাদক কেনাবেচা শুরু করেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে অর্থের লোভ দেখিয়ে শিশুদের দিয়ে মাদক পরিবহনের অভিযোগও করেন এলাকাবাসী।

যার প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শুক্রবার রাতে যুব সমাজকে রক্ষার দাবিতে এলাকার বটতলায় একটি মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে মাদক কারবারি খোরশেদ নিজেই হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে এলাকাবাসীর সহযোগিতা চান।

প্রকাশ্যে এলাকাবাসী উদ্দেশে খোরশেদ বলেন, আমার বিরুদ্ধে ২৩টি ও আমার স্ত্রীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। কিছু হলেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমি এ পথ থেকে ফিরে আসতে চাই। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আর মাদক বিক্রি করবো না।

মানববন্ধনে বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত হয়ে বিষয়টির আইনগত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া মাদক কারবারি ওই দম্পতি ভবিষ্যতে এ কারবারে আর যুক্ত হবেন না মর্মে স্ট্যাম্পের মাধ্যমে এলাকাবাসীর কাছে অঙ্গীকার করেন।

এলাকাবাসীর মধ্যে মানববন্ধনে বক্তব্য দেন অহিদুর রহমান, হাজী মোহাম্মদ হারুনুর রশিদ, শহীদুল ইসলাম খোকন, তানিউল আলম সাম্মি, সালামুতুল্লাহ সেলিম, আনিছুর রহমান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম ও আরিফ হোসেন প্রমুখ।

শরীফুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।