বগুড়ার সাবেক এমপির এপিএস গাইবান্ধায় গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০২ নভেম্বর ২০২৪
অসীম কুমার

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসীম কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রহত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, অসীম কুমার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুুঁজছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ফুলছড়ির বালাসী এলাকা থেকে গ্রেফতার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, অসীম কুমারকে গ্রেফতারে বগুড়ার পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে আসছিল। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অসীম কুমারের অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি বগুড়ার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ এইচ শামীম/ইএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।