শিবচরে ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের তোপের মুখে প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:২২ এএম, ০২ নভেম্বর ২০২৪

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযানে গিয়ে তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা।

এ সময় জেলে ও স্থানীয়রা হামলা করার জন্য এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মৎস্য অফিসের টিম।

শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে পদ্মা নদীর শিবচরের চরজানাজাত এলাকার হীরাখাঁর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে পদ্মা নদীর শিবচরের চরজানাজাত এলাকায় অভিযানে যায় উপজেলা মৎস্য অফিস।

jagonews24

এ সময় অভিযানে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ ও তার সঙ্গে মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৎস্য অফিসের টিম হীরাখাঁর বাজার এলাকায় নদীর পাড়ে এলে জেলেসহ স্থানীয়রা হামলা করতে এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান মৎস্য কর্মকর্তাসহ টিমের সদস্যরা।

এ বিষয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, পদ্মায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবচরের হীরাখাঁর বাজার এলাকায় গেলে হামলা চালাতে এগিয়ে আসেন জেলেসহ স্থানীয়রা। এ সময় দ্রুত নিরাপদ স্থানে চলে আসি। বর্তমানে নদীতে কোস্টগার্ড ও নৌপুলিশের দুটি টিম আছে।

আয়শা সিদ্দিকা আকাশী/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।