ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০১ নভেম্বর ২০২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ভোলায় ২০২৫ সালের মধ্যে পাঁচটি ও ২০২৮ সালের মধ্যে আরও ১৪টিসহ মোট ১৯টি গ্যাস কূপ খনন করা হবে। তবে নির্দিষ্ট কোম্পানিকে নয়, উন্মুক্ত প্রতিযোগিতার যারা যোগ্য তাদেরকেই (দায়িত্ব) দেওয়া হবে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ভোলার ইলিশা গ্যাসক্ষেত্রে ইলিশা-১ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা

উপদেষ্টা আরও বলেন, বর্তমানের বাণিজ্যিক গ্যাস সংযোগ চালু রয়েছে। যার প্রয়োজন সে নিতে পারবেন। তবে আবাসিক গ্যাস সারাদেশেই বন্ধ রয়েছে। দেশে বর্তমানে গ্যাসের সংকট রয়েছে। চাহিদার তুলনায় গ্যাস কম হওয়ায় বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার গ্যাস আমদানি করতে হয়।

ভোলায় যদি গ্যাসের ওপর নির্ভর করে শিল্পাঞ্চল করা যায়, তাহলে ভোলাবাসীরা উপকৃত হবেন। অনেকে চাকরি করতে পারবেন বলেও জানান ফাওজুল কবির খান।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।