লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা ও তিন যুবদল নেতাকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল হক ভুঁইয়া সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এতে বলা হয়, দখল, টেন্ডার সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ও দলের নিয়ম পরিপন্থি কাজে জড়িত থাকার কারণে জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সঙ্গে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম মমিন, পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে প্রাথমিকসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এ বিষয়ে লালমনিরহাট জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুল ইসলাম প্রামাণিক কমিটি বিলুপ্ত ও তিন যুবদল নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ৩০ অক্টোবর দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে টেন্ডার নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে যুবদলের পৌর আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুলহাসকে আটক করে পুলিশ। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
রবিউল হাসান/জেডএইচ/জিকেএস