নিষেধাজ্ঞা সত্ত্বেও মেঘনায় ইলিশ শিকার, ১০ জেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১০:১১ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১০ জেলেকে গ্রেফতার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। এরমধ্যে ছয়জনকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং চারজনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি জানান, অভিযানের সময় জেলেদের হেফাজতে থাকা ২২ হাজার মিটার কারেন্টজাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. নাছির (৩৫), সাইফুল ইসলাম (২৩), সিহাব (২০), কবির হোসেন (৩৮), সাইফুল (২৮) ও রাসেল বেপারী (১৯)।

নিয়মিত মামলার আসামিরা হলেন মো. লিটন (৩০), মনির হোসেন (২৩), মানিক (২৮) ও মো. জামাল (৪০)। এসব জেলেদের বাড়ি চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুর মেঘনা মোহনা থেকে মতলব উত্তর উপজেলার এখলাছপুর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় চার জেলেকে ইলিশ শিকারের সময় হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, অভিযানের শুরু থেকে আমরা জেলেদের ইলিশ শিকার থেকে বিরত থাকার জন্য তাদের খুব কাছে গিয়ে বুঝিয়েছি। এরপরও আইন অমান্য করে যেসব জেলে নদীতে নেমেছেন, তাদের আইনের আওতায় আনা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমরা কাউকে বিন্দু মাত্র ছাড় দেইনি।

শরীফুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।