গাজীপুরে পুকুরে ভাসছিল নারী-শিশুর মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে পুকুর থেকে নারী (৩৫) ও এক শিশুর (৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার মৌচাকে দুপুরে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত ওই নারী মরদেহের পরনে ছিল নীল রঙের থ্রি-পিস এবং শিশুর পরনে হলুদ রঙের টি-শার্ট।

স্থানীয়রা জানান, দুপুর ১২টায় স্থানীয় শিশুরা মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা দেখতে পায় পুকুরের পানিতে দুটি মরদেহ ভাসছে। এসময় শিশুদের চিৎকারে স্থানীয়রা পুকুর পাড়ে ছুটে এসে ওই দুটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন নারী আর একজন ছেলে শিশু। নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আব্দুর রহমান আরমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।