নিজেকে মসজিদ কমিটির সভাপতি ঘোষণা করলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারের বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, তিনি মুসল্লিদের মতামত না নিয়ে নিজেকে সভাপতি ঘোষণা করে নতুন কমিটি গঠন করেছেন। এ পদে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা দায়িত্ব পালন করেছেন। তিনি এখন পলাতক।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নতুন এ কমিটি বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমকে স্মারকলিপি দেন মুসল্লিরা। এতে শুক্রবার (১ নভেম্বর) জুমার সময় মুসল্লিদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনেরও দাবি জানান তারা।

এরআগে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারকে সভাপতি ও কাদের মির্জার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করেন বিএনপি নেতারা। এসময় উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন ও পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইনসহ নেতারা উপস্থিত ছিলেন।

বসুরহাটের ব্যবসায়ী ও জেলা বিএনপির সদস্য রফিক উল্যাহ জাগো নিউজকে বলেন, ‘আমাকে নতুন কমিটিতে সহ-সভাপতি রাখা হয়েছে। আমি তা প্রত্যাখ্যান করেছি। কারণ ওই কমিটি মুসল্লিদের মতামতের ভিত্তিতে হয়নি। স্বৈরাচারের চর দখলের মতো মসজিদ কমিটি দখল আমরা মানি না। অবৈধ এ কমিটি বাতিলের দাবিতে আলটিমেটামসহ স্মারকলিপি দিয়েছি। বাতিল না হলে মসজিদের স্বার্থে আন্দোলনের ডাক দেওয়া হবে।’

নিজেকে মসজিদ কমিটির সভাপতি ঘোষণা করলেন বিএনপি নেতা

মসজিদের মুসল্লি মুফতি মো. হাফিজ উল্যাহ বলেন, ‘একসময় এ মসজিদ বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা দখল করে নিজেকে সভাপতি ঘোষণা করেছিলেন। তার পলায়নের পর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারও একই কায়দায় দখল করলেন। যিনি কখনোই এ মসজিদে ঈদ-জুমাসহ পাঞ্জেগানা কোনো নামাজই পড়তে আসেন না। আমরা এর প্রতিবাদ জানাই।’

ব্যবসায়ী শহীদ উল্যাহ বলেন, ‘নুরুল আলম সিকদারের বাড়ি মসজিদ থেকে ১২ কিলোমিটার দূরে। আমাদের দাবি, মুসল্লিদের মতামত নিয়ে দলমত নির্বিশেষে বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন করতে হবে। অন্যথায় পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট প্রশাসনসহ কর্তৃপক্ষকে দায়-দায়িত্ব নিতে হবে।’

উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন নতুন কমিটি গঠনের সত্যতা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, উপস্থিত মুসল্লিদের মতামত নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারকে সভাপতি করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার বলেন, আমি একটি মিটিংয়ে আছি। পরে কথা বলবো।

ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন, এ বিষয়ে স্মারকলিপি পেয়েছি। মুসল্লিদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।