যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

জামালপুরে স্ত্রী তিথি বেগমকে (২০) শ্বাসরোধে হত্যার ঘটনায় মো. আহসান হাবীবকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ মো. এনায়েত হোসেন জানান, ২০১৯ সালে তিথি বেগমের সঙ্গে মো. আহসান হাবীবের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তিথি বেগমকে নির্যাতন ও মারধর করতেন তার স্বামী।

বিয়ের তিন বছর পর ২০২২ সালের ১২ এপ্রিল রাতে আহসান তার স্ত্রীকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করেন। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনার পরদিন ইসলামপুর থানায় হত্যা মামলা করেন তিথির মামা আব্বাস আলী ফরাজী।

আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ৯ সাক্ষীর ভিত্তিতে সন্দেহাতীতভাবে হত্যাকাণ্ডের বিষয়টি আদালতের কাছে প্রমাণিত হয়। বিচার প্রক্রিয়া শেষে দুপুরে রায় ঘোষণা করা হয়। রায়ে তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক।

এই রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুতাকাব্বির রুবেল।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।