ফরিদপুরে মহাসচিব
স্বাধীন কমিশনের অধীনে নির্বাচনে যেতে অপেক্ষা করছে জাকের পার্টি
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনে অংশ নিতে জাকের পার্টি অধীর আগ্রহে অপেক্ষা করছে। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচনকে কালো টাকার থাবা থেকে মুক্ত করতে হবে। তা করতে পারলেই জুলাই-আগস্টের বিপ্লব স্বার্থক হবে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের সদরপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জেলা জাকের পার্টি আয়োজিত সাংগঠনিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
শামীম হায়দার বলেন, দেশের ৮৫ শতাংশই তরুণ ভোটার। তারা ভোট নিয়ে নতুন করে স্বপ্ন দেখে। তাদের কোনোভাবেই আশাহত করা যাবে না।
ফরিদপুর জেলার সভাপতি আব্দুল রাজ্জাক বেপারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ. রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাঁদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ প্রমুখ।
এন কে বি নয়ন/এফএ/এএসএম