হাসিনা ও তার দোসরদের প্রতিটি গুম-খুনের বিচার হবে: শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, হাসিনা ও তার দোসরদের দ্বারা সংঘটিত প্রতিটি গুম-খুনের বিচার করা হবে। গত ১৫ বছর যারা বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছেন, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট হাইস্কুল মাঠে চরযোশরদী ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান টিটু, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল আলম রিজু, পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন লাবলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, স্বনির্ভরবিষয়ক সম্পাদক গোলজার শরীফ, চরযোশরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী প্রমুখ।
এন কে বি নয়ন/এসআর/এমএস