রাত্রীযাপনের দাবি

সেন্টমার্টিনে আবারও হাজারও জনতার বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ ও রাত্রীযাপন নিষিদ্ধের প্রতিবাদে দ্বীপের হাজারও জনতা বিক্ষোভ করছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৪টা দিকে দ্বীপে সেন্টমার্টিনজুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে সেন্টমার্টিনের সাবেক ইউপি মেম্বার হাবিবুর রহমান বলেন, সেন্টমার্টিন নিয়ে সরকার পরিবেশগত সংকটাপন্ন দেখিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি মানি না। আমাদের দাবি মেনে না দিলে দ্বীপে পর্যটকবাহী কোনো জাহাজ আসতে দেওয়া হবে না। আগের মতো পর্যটক আসার সুযোগসহ দ্বীপে পর্যটকদের রাত্রী-যাপনের ব্যবস্থার সুযোগ দিতে হবে। আমাদের পেঠ বাঁচাতে হবে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্দেশে করে তিনি আরও বলেন, মানুষের পেঠে লাথি মেরে কোনো আইন হয় না।

এর আগে ২৩ অক্টোবর একই দাবিতে ছাত্র-জনতা, হোটেল-রেস্টুরেন্টে ও শ্রমিকরা মানববন্ধন ও গণমিছিল করে।

জাহাঙ্গীর আলম/এএইচ/জেএএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।