সম্মেলন বাতিল দাবি
জয়পুরহাটে বিএনপির একাংশের মশাল মিছিল
জয়পুরহাট জেলা বিএনপির একটি অংশকে বাদ দিয়ে ১ নভেম্বর সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে একাংশের নেতা-কর্মী ও সমর্থকরা।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে প্রধান সড়ক ঘুরে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন- জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহিলা দল নেত্রী নুরজাহান হ্যাপীসহ অন্যরা।
বক্তারা বলেন, ১লা নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করেছে জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। এখানে বিএনপির একাংশের নেতাকর্মীদের না জানিয়ে এ সম্মেলন আহ্বান করা হয়েছে। এ সম্মেলন বন্ধ করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ করা হয়েছে।
আল মামুন/এএইচ/এমএস