সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতারে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:১১ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে গ্রেফতারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুর নেতৃত্বে শহরের স্টেশন রোড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হবিগঞ্জ সড়কের ভূমি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু, সহসভাপতি মো. শামীম আহমেদ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোচ্ছাবির আলী মুন্না, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল আহমদ প্রমুখ।

এছাড়াও শ্রীমঙ্গল বিএনপির অপর গ্রুপ সাবেক পৌর মেয়র মো. মহসিন মিয়ার সমর্থিত লোকজন পৃথক আনন্দ মিছিল করে। মেয়রের ডাক বাংলা রোডস্থ বাসার সামন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন সাবেক পৌর কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ ও বিএনপি নোতা কাজী আব্দুল গফুর।

ওমর ফারুক নাঈম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।