ডিবি পরিচয়ে খাদ্য পরিদর্শকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে কিয়াম উদ্দিন নামের এক খাদ্য পরিদর্শকের বাড়িতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। হীরার আংটিসহ ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল।

বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খাদ্য পরিদর্শকের স্ত্রী প্রধান শিক্ষিকা হোসনে আরা জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাত ১২টা পর্যন্ত বাড়িতে একটি পারিবারিক বৈঠক ছিল। আত্মীয়-স্বজনরা চলে গেলে খাওয়া-দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে মুখোশধারী ছয়জনের ডাকাতদল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে তিনিসহ তার স্বামীকে জিম্মি করে বাকি সদস্যদের এক রুমে এনে হাত-পা বেঁধে ফেলেন। পরে ঘরে থাকা হীরার দুটি আংটি, দুই ভরি ওজনের ২ জোড়া কানের দুল, দুই ভরি ওজনের একটি নেকলেস, দুই ভরি ওজনের ১ জোড়া চেইন, এক ভরি ওজনের হাতের বালা, আড়াই ভরি ওজনের মনিপুরি গুটি মালা একটি, এক ভরি ওজনের ১ জোড়া সোনার আংটি ও তিন জোড়া সোনার কানের রিং এবং তার দেবরের পাঁচ ভরি সোনাসহ মোট ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যান। যাওয়ার সময় চিৎকার করলে গুলি করে হত্যার হুমকি দেন তারা।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী বলেন, জড়িতদের খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে আমার এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে করছি।

ওমর ফারুক নাঈম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।