টেকনাফ

অপহরণ করতে এসে জনতার হাতে অস্ত্রসহ আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টার সময় দেশীয় তৈরি বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। তিনি টেকনাফের হোয়াইক্যং ৯ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার হ্নীলা মরিচ্যাঘোনাতে এ ঘটনা ঘটে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বশির আহমেদ বলেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) হ্নীলা পানখালিতে মুলা ক্ষেতে কাজ করার সময় আবুল হাশেম (৬০) নামে কৃষককে পাহাড়ি ডাকাতদল অপহরণ করে। অপহৃত ওই কৃষককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনার পর আজ বুধবার বেলা ১১টার দিকে আবারও একই ডাকাত দলের সদস্যরা পাহাড় থেকে নেমে এসে হ্নীলা মরিচ্যাঘোনা পানের বরজ ও মুলা ক্ষেতে কাজে থাকা কৃষকদের অপহরণের চেষ্টা করে। এসময় স্থানীয়রা ঘেরাও করে অস্ত্রসহ জাকির হোসেনকে আটক করে। তার সঙ্গে আসা অন্যান্য ডাকাত দলের সদস্যরা পালিয়ে পাহাড়ে ঢুকে যায়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জনতার হাতে আটক ডাকাত জাকির হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।